ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৮ অগ্রহায়ণ ১৪৩১
#

খেলা 24

বিশ্বকাপের প্রস্তুতি সারতে দুপুরে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ০৪, ০৪:৫৬ অপরাহ্ন
#

শ্রীলঙ্কার বিপক্ষে মিডিল অর্ডারে স্পেশাল ব্যাক-আপ প্ল্যান নিয়ে টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। সাকিব না থাকলেও স্পিন অপশন যথেষ্ট শক্তিশালী, বলছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত।

সোমবার বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিলেটে খেলা শুরু সন্ধ্যা ৬টায়। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ দল।

সিলেটের নেট প্র্যাকটিসে হঠাৎই একটা বল এসে লাগলো মাহমুদউল্লাহ রিয়াদের পাঁজরের হাড়ে। ওই ৩৮ বছর বয়সী বুড়ো হাড়ের ভেলকিতে কদিন আগে জিতেছেন বিপিএলে নিজের প্রথম শিরোপা। কঠিন সাধনায় ফিটনেস নিয়ে গেছেন বেঞ্চমার্ক লেভেলে। তাই বলের আঘাত দিব্যি হজম করে ফের সপাটে ব্যাট চালিয়েছেন সাইলেন্ট কিলার।

বড় সময় পর টি-টোয়েন্টি দলে ফেরা রিয়াদকে প্লে করতে হবে ভাইটাল রোল, তাকে দলে চাননি যে হাথুরুসিংহে, সেই লঙ্কান কোচ বাধ্য হয়েই এখন বুঝিয়ে দিচ্ছেন দায়িত্ব। কারণ রিয়াদের জায়গায় এখনো যে নিজেকে প্রমাণ করতে পারেনি হাথুরুর আর কোনো প্রিয় ছাত্র।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে রিয়াদই সেরা দুই ব্যাটারের একজন। প্রায় ৩০০ রান, আর স্ট্রাইকরেটটাও দেড়শর কাছাকাছি, বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা মোর দেন এনাফ। তবে লঙ্কানদের বিপক্ষে মিডিল অর্ডারে শক্ত অবস্থান ধরে রাখতে বাড়তি ভাবনাও আছে টিম ম্যানেজমেন্টের।

শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটিতে সাকিব আল হাসান। এই দলটার বিপক্ষে বোলিং এন্ডে টপ পারফর্মারদের মধ্যে কেবল মোস্তাফিজ আর রিয়াদ আছেন এবারের স্কোয়াডে। তবে ইনজুরি কনসার্নের কারণে বোলিংটা করছেনা আপাতত। তবে টাইগারদের নয়া কাপ্তান সাকিবের অনুপস্থিতিতে স্পিন অপশন নিয়ে অন্তত কোনো দুশ্চিন্তা করছেন না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video