ঢাকা , শুক্রবার, ২০২৪ ডিসেম্বর ১৩, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
#

খেলা 24

দর্শকদের অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে নিষেধাজ্ঞার মুখে রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৭, ০৩:৫৩ অপরাহ্ন
#

 

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সবসময় যেন বিতর্ক লেগেই থাকে। এবার তিনি যুক্ত হলেন নতুন এক বিতর্কে।

সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের দিনে স্টেডিয়ামে সমর্থকদের দেখিয়ে অশ্লিল অঙ্গভঙ্গি করেন পর্তুগিজ তারকা। যে কারণে নিষিদ্ধ হতে পারেন তিনি।

আল-শাবাবের বিপক্ষে ম্যাচে মাইলফলক গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আবারও বিতর্কে জড়ালেন। শুধু বিতর্ক নয়, তিনি এমন কাজ করেছেন যে তার ওপর নেমে আসতে পারে নিষেধাজ্ঞা।

সৌদি প্রো লিগে পরশু রাতে আল শাবাবের বিপক্ষে ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ তারকা। ক্লাব ফুটবল ক্যারিয়ারে এটি তার ৭৫০তম গোল।

এই ম্যাচ শেষে আল শাবাব সমর্থকরা মেসি, মেসি বলে স্লোগান দেয়। আর এতেই রেগে যান রোনালদো। প্রথমে কানের পিছনে হাত দেন। যাতে বোঝা যায় তিনি সেই স্লোগান শুনছেন। তারপর অদ্ভুত ঘটনা ঘটল। প্রতিপক্ষের সমর্থকদের দিকে বাজে অঙ্গভঙ্গি করেন তিনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

এখন জানা যাচ্ছে, এই অশ্লীল অঙ্গভঙ্গির কারণে সৌদি ফুটবল ফেডারেশনের শাস্তি হতে যাচ্ছে রোনালদোর। সৌদি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও হতে পারে রোনালদোর।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video