ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ সেপ্টেম্বর ১১, ২৬ ভাদ্র ১৪৩২
#

দেশজুড়ে

সীতাকুণ্ডে ৪০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

মোঃ জাহাঙ্গীর আলম সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ অক্টোবর ১৫, ০৪:০১ অপরাহ্ন
#

১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর বন্ধীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও কুমিরা নৌ-পুলিশের যৌথ উদ্যোগে  সোমবার বিকেলে সন্দ্বীপ চ্যানেলের সীতাকুণ্ড কুমিরা ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় ৫ কেজি ইলিশ মাছসহ ৪০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। এছাড়া একটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরার অপরাধে জেলে রতন জলদাসকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ৫০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ওয়ালিদ উদ্দিন আকবর।এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video