ঢাকা , বুধবার, ২০২৫ মে ১৪, ৩১ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

ঝালকাঠির বিশখালী নদীতে ভ্রম্যমান আদালতের পৃথক অভিজান জাল জব্দ জেলে ও মাটি কাটা শ্রমিককে জেল এবং জরিমানা

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত : বুধবার, ২০২৫ মে ১৪, ০৩:১৪ অপরাহ্ন
#

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর বাদুরতলা এলাকায় ১৩ মে (মঙ্গলবার) রাতে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাহুল চন্দ। অভিযানে সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব গৌতম মণ্ডল এবং রাজাপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইসমাইল হোসেন।

অভিযান চলাকালে নদী থেকে অবৈধ নয়টি রাক্ষুসে বেহুন্দি জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭.৫ লক্ষ টাকা। এ সময় একজন জেলেকে বেহুন্দি জালসহ হাতেনাতে আটক করা হয়। তাকে ৫,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

উদ্ধারকৃত জাল থেকে প্রায় ৮০ কেজি ইলিশের পোনা (কাচকি সহ) জব্দ করা হয়। পরে এসব মাছ স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ করা হয়। অভিযানের শেষভাগে নদীর পাড়েই জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিষখালী নদী ও তীরবর্তী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে নদীর ভাঙন সংলগ্ন এলাকায় মাটি কাটারত অবস্থায় একজন মাঝি (মাটি কাটা শ্রমিক সমন্বয়কারী) ও দশটার দিকে আরেকজন মাঝিকে আটক করা সম্ভব হয়। পৃথকভাবে দুজনেই স্বীকার করেন যে তারা এআরএম ব্রিকসের জন্য নদীর ভাঙা পাড় থেকে মাটি কেটে নিচ্ছিলেন।

দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ডে দণ্ডিত করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসনের এমন কার্যক্রমে স্থানীয় জনসাধারণ প্রশংসা জানান এবং নদী ও মাছ রক্ষায় আরও কঠোর অভিযান চালানোর আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video