ঢাকা , রবিবার, ২০২৫ আগস্ট ১৭, ২ ভাদ্র ১৪৩২
#

দেশজুড়ে

কাঁঠালিয়ায় কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ মে ১৭, ১২:৩৫ অপরাহ্ন
#

ঝালকাঠির কাঁঠালিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অপরাধে ২৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চুল্লির ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার চেঁচরিরামপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চুল্লির ম্যানেজার মো. সেলিম হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কাঁঠালিয়া থানার পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা ও পরিদর্শক মো. আমিনুল হক উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video