ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ হারালেন ছয়জন

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২৯, ০৪:১৪ অপরাহ্ন
#

শেরপুরের ঘাটশালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) সকালেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন নারী এবং তিনজন পুরুষ।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটিও সরিয়ে নেওয়া হয়েছে।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, বেপরোয়া গতিতে থাকা বাসটি দুর্ঘটনার মূল কারণ। স্থানীয় বাসিন্দারা এই সড়কে যানবাহনের বেপরোয়া চলাচলের জন্য দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video