ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩১
#

দেশজুড়ে

লোহাগাড়া আল হাদ্বারায় সীরাতুন্নবী নাতে রাসুল (সঃ) প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ অক্টোবর ১৫, ০৩:৫৩ অপরাহ্ন
#

চট্টগ্রামের লোহাগাড়া  উপ‌জেলার আ‌লো‌কিত  শিক্ষা প্র‌তিষ্ঠান আল হাদ্বারা ইসলা‌মিক স্কুলে সীরাতুন্নবী নাতে রাসুল (সঃ) প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, সকালে উপজেলার পদুয়াস্থ তেওয়ারী‌খি‌লের আল হাদ্বারা ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৬ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগি অংশ গ্রহণ করেন, এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের সনদপত্র, সম্মাননা স্মারক ক্রেষ্ট ও নগদ প্রদান করা হয়। এসময় আল হাদ্বারা ইসলামিক স্কুলের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, স্কুলের প্রধান শিক্ষাক সিরাজুল ইসলাম, এস এম সাইফুল্লাহ, মোয়াজ্জেম হোসেন, তারেক হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, একটি সুন্দর আলোকিত সুস্থ সমাজ বিনির্মাণ করতে চাইলে, ঘুনে ধরা আঁধারে নিমজ্জিত, আদর্শ বিবর্জিত ভঙ্গুর আমাদের এ সমাজটাকে ঢেলে সাজাতে হলে- রাসূল সা. এর আদর্শের বিকল্প নেই । এ জন্য আমাদের সিরাতচর্চার বিকল্পও কিছু নেই । তাই আমাদের বেশি করে সিরাতচর্চা করা উচিত। সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসলমানদের আদর্শ জীবন-যাপনের প্রকৃত ঠিকানা। সিরাত তো অসুস্থ উম্মাহর যথাযথ চিকিৎসা ও পরিচর্যা। সিরাত হচ্ছে মুসলিম উম্মাহর জন্য বর্ণিল পথ এবং বহু পথের মোহনা। তাই জেলায়-থানায়, শহরে-গ্রামে, বিদ্যালয়ে-শিক্ষাঙ্গনে, ক্যান্টিনে মজলিশে ব্যাপক সিরাতচর্চা প্রয়োজন। সিরাতচর্চা ও অনুসরণে ঈমান-আমল জাগ্রত হওয়ার মধ্য দিয়ে মনেপ্রাণে, দেহে অবয়বে শুদ্ধ ব্যক্তিমানুষ তৈরি হয়। অগণিত শুদ্ধ ব্যক্তিমানুষ সমাজ, রাষ্ট্র ও মানুষকে উপকৃত করে। সিরাতচর্চা দ্বীনি কারণেও প্রয়োজন, উম্মাহর বেঁচে থাকার দরকারেও প্রয়োজন, জাতীয় স্বার্থেও প্রয়োজন। এ ছাড়া মহানবী সা. এর সীরাতের আরো নানান দিক নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video