পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ছিটিয়াপাড়া হারুন চেয়ারম্যান স্মৃতি সংসদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় আজিমুশান সুন্নী সম্মেলন যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। ৯ই নভেম্বর শনিবার বাদে মাগরিম ছিটিয়াপাড়া হারুন চেয়ারম্যান বাড়ির মাঠ প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে মেহমানে আ'লা ছিলেন মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া হাদী মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন শাহ্ ছুফী সৈয়দ তানভীর হাদী (ম.)। শাহ্ এমদাদীয়া সুলতানপুর দায়রা শাখার সভাপতি আমিনুল ইসলাম বখতিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। সুলতানপুর দায়রা শাখার দারুত্বয়ালীম সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবির সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নোয়াখালী ইমামে আজম (রা:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এনাম রেজা কাদেরী, বিশেষ বক্তা ছিলেন শাহ্ এমদাদীয়া হাটহাজারী উপজেলার দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মীর মোহাম্মদ মহিউদ্দিন নূরী চররাঙ্গামাটিয়া শাখার দারুত্বায়ালীম সম্পাদক শায়ের মাওলানা তৌহিদ রেজা কাদেরী, মাওলানা রিফাত হোসাইন কাদেরী।
আমন্ত্রিত শায়ের ছিলেন আল হোসাইন ইসলামী সাংস্কৃতিক ফোরামের সহ প্রচার সচিব মাওলানা আহসান হাবীব কাদেরী। বিশেষ অতিথি ছিলেন সুলতানপুর দায়রা শাখার সাধারণ সম্পাদক শওকত গনি চৌধুরী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মির্জা, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাসান বাহাদুর, জাহাঙ্গীর আলম মুন্সি সুলতানপুর ৫নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ সৈয়দ মিয়া, মোহাম্মদ মিজান। সুন্নী সম্মেলন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ মঞ্জুর আলম, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ আইমান, মোহাম্মদ রহিম, মোহাম্মদ রবিউল, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ টিপু মোহাম্মদ বাদশা, সাহাবুদ্দীন, মোহাম্মদ সাইমন সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
মন্তব্য করুন