রাউজানের হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপুজা উৎসবমুখর নির্বিঘ্নে করতে পুজা হলদিয়া ইউনিয়ন উদযাপন পরিষদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে হলদিয়া আমির হাট বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাউজান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন জীবনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মুছলেহ উদ্দিন, সদস্য, আবুল কাসেম, হলদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-দপ্তর সম্পাদক বাপ্পা দাশ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ঈশান ভট্টাচার্য রানা, শ্যামল দত্ত, ডাক্তার রণজিৎ রায়, ডাক্তার সুলাল শীল, সুভ্রত ভট্টাচার্য, শম্ভু মজুমদার, কাঞ্চন দাশ, ঈশান ভট্টাচার্য, বাপ্পা দাশ, সজল দাশ, সুমন শীল, জয় দে, রুবেল দাশ, জয় দে।
এসময় উপস্থিত জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম জিকু, বিএনপি নেতা শাহাদাত হোসেন চৌধুরী টিপু, নূরুল আলম, জাগের হোসেন, আলমগির, ওমর ফারুক মানিক, হলদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইউসুফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য রাশেদুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার ইলিয়াস, জামাল উদ্দিন তালুকদার, সাবু উদ্দিন সিকদার, হলদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক শফি, সদস্য সচিব খালেক, যুগ্ম আহবায়ক দিদারুল আলম, হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মইনুদ্দিন বিপুল, সাবেক যুগ্ম আহবায়ক ওমর ফারুক, গিয়াস উদ্দিন, রিপন, তসলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা তৌহিদুল আলম, যুবনেতা জামাল, হালিম, সৈয়দ গাজী রাজু, জয়নাল, বাবর, নয়ন ছাত্রনেতা হুমায়ুন জহির শুভ, ইলিয়াস সহ আরও অনেকে।বক্তব্যে বিএনপি নেতারা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। সবাই এদেশের নাগরিক, সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা একই আলো বাতাসে বসবাস করি।
যারা ধর্মীয় বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নিতে চায় তাদের পরিচয় তারা দুষ্কৃতকারী। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকে।এবারের দুর্গোৎসবে প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবে।
মন্তব্য করুন