ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মার্চ ২০, ৫ চৈত্র ১৪৩১
#

দেশজুড়ে

ময়মনসিংহের হালুয়াঘাটে ২৭ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় জিরা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মার্চ ১৮, ০২:১৫ অপরাহ্ন
#

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ২৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সূর্যপুর বিওপির সদস্যরা সীমান্তের কাজলের মোড় এলাকা দিয়ে পাচারকালে ১ হাজার ৪৭০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।

একই সময় গোবরাকুড়া বিওপির সদস্যরা পূর্ব গোবরাকুড়া এলাকা থেকে পাচারকালে ৮৫৫ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video