ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মার্চ ২০, ৫ চৈত্র ১৪৩১
#

দেশজুড়ে

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে আরশার ৪ সদস্য আটক

এস এ হাসিব, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত : সোমবার, ২০২৫ মার্চ ১৭, ০৩:০৬ অপরাহ্ন
#

ময়মনসিংহ, ১৭ মার্চ: ময়মনসিংহ নগরীর নতুনবাজার পায়রা চত্বর মোড়ে গার্ডেন সিটির ১০ম তলায় র‍্যাবের বিশেষ অভিযানে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরশা)-এর এক কর্মকর্তা ও সন্ত্রাসীসহ চারজনকে আটক করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা র‍্যাবের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তারা জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধচক্রের সঙ্গে জড়িত একটি নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও বিস্তারিত জানতে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video