ময়মনসিংহের মাসকান্দা পুলপাড় এলাকায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর ভুক্তভোগীর পরিবারের একজন সদস্য বিষয়টি টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে অভিযুক্ত আরিফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, “অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা বলছেন, ময়মনসিংহে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্য কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা দরকার।
আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি!
মন্তব্য করুন