ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মার্চ ২০, ৫ চৈত্র ১৪৩১
#

দেশজুড়ে

মৌলভীবাজারে জেলা প্রশাসন ও ট্রাস্কফোর্সের যৌথ অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মার্চ ১৮, ০৩:২৬ অপরাহ্ন
#

মৌলভীবাজার সদর উপজেলার শমসের নগর সড়ক, শিমুলতলা বাজারসহ বিভিন্ন স্থানে জেলা প্রশাসন ও ট্রাস্কফোর্সের যৌথ বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও ট্রাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।

ট্রাস্কফোর্স বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কয়েকটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করে।

জেলা প্রশাসনের সুত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভেজাল খাদ্য পরিহারের মাধ্যমে ভোক্তাদের হয়রানি রোধে মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসন জানায়, রমজান মাস জুড়েই বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন। এ সময় সদর মডেল থানার পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video