রাজধানীর মহাখালীর সাততলা বস্তির পাশের একটি দোতলা ভবনে শনিবার আগুন লাগার ঘটনা ঘটে। তবে বিকেল ৪টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তাদের দ্রুত তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
মন্তব্য করুন