ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সংযুক্ত করা হলে জনগণের আস্থা বাড়বে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (২৭ জানুয়ারি) নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ইসি সানাউল্লাহ জানান, ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্যদের সংযুক্ত করার সুপারিশও করেছে নির্বাচন কমিশন। তবে আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, স্বল্প সংস্কারের পর ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়সীমা মাথায় রেখে নির্বাচন কমিশন তার প্রস্তুতি নিচ্ছে।
মন্তব্য করুন