বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মমতাজ উদ্দিন ও তার স্ত্রী মেরিনা আক্তার (বর্তমান মহিলা মেম্বার) এর বিরুদ্ধে পরিষদের পুরাতন ভবন জবরদখল করে বসতি স্থাপন ও ভাড়া প্রদান, পরিষদ সংলগ্ন সরকারি খাস পুকুর অবৈধ ভাবে দখল করে রাখা,এলাকার হতদরিদ্র পরিবারের জন্য সরকারি বরাদ্দকৃত ১৭৮ টি মোবাইল ব্যাংকিং সীম তাদের নিজের জিম্মায় রেখে অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দূর্ণীতির বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ৪নং বাহারচড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে কয়েক শতাধিক নারী -পুরুষ মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এব্যানারে বশিরউল্লাহ মিয়াজি বাজার হয়ে বিক্ষোভ সহকারে মানববন্ধনকারীরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় মানববন্ধনকারীরা বলেন, সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন বিএনপি নেতা দাবি করলেও আওয়ামী দুঃশাসনের আমলে স্থানীয় আওয়ামী নেতাদের সাথে তার দহরম মহরম সম্পর্ক থাকায় বিগত ১৫ বছরের অধিক সময় ধরে ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন দখল করে বসতি স্থাপন করা, পরিষদ সংশ্লিষ্ট সরকারি খাস পুকুরটি জবরদখল করে অবৈধ উপার্জন করে আসছিল, এছাড়াও এলাকার হতদরিদ্র পরিবারের জন্য আসা সরকারি বরাদ্দকৃত ১৭৮টি মোবাইল ব্যাংকিং সীম তার স্ত্রী বর্তমান মহিলা মেম্বার মেরিনা আক্তারের জিম্মায় রেখে বিগত ১০ বছর ধরে সরকারি টাকা আত্মসাৎ করে আসছিল।
তাই পরিষদের কার্যক্রম সচল রাখতে পুরাতন ভবন দখলমুক্ত করতে,আর সরকারি খাস পুকুরটি অবৈধ দখলমুক্ত ও বর্তমান মহিলা মেম্বার মেরিনা আক্তারের জিম্মায় থাকা সরকারি বরাদ্দকৃত মোবাইল ব্যাংকিং সীম গুলো উদ্ধার পূর্বক অনিয়ম- দূর্নীতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।
উল্লেখ্য, সম্প্রতি এই সংক্রান্তে স্থানীয় সরকার অধিদপ্তর চট্টগ্রাম , জেলা প্রশাসক চট্টগ্রাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঁশখালী, সহকারী কমিশনার ভুমি বাঁশখালী, অফিসার ইনচার্জ ওসি বাঁশখালী, সেনাবাহিনী মেজর বাঁশখালী ক্যাম্পসহ প্রশাসনে একাধিক অভিযোগ দেন বাহারচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী। অভিযোগের প্রেক্ষিতে তদন্তের জন্য স্থানীয় সরকার চট্টগ্রাম প্রজ্ঞাপনও জারি করেন। সর্বশেষ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এমানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
মন্তব্য করুন