বাংলাদেশ এর সকল অভিনেত্রী-অভিনেতাদের বয়কট এর আহবান তরুণের , বাংলাদেশের নাটক, সিনেমা, ফিল্ম ইণ্ডাষ্ট্রি সহ বিনোদন মাধ্যমে কাজ করা সকল অভিনেতা - অভিনেত্রী, কলাকুশলী সহ সংশ্লিষ্টদের বয়কটের আহবান জানিয়েছেন এক তরুন। সোমবার (৭ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যাক্তিগত একাউন্টে পোষ্টে , করে আহ্বান জানান মো: আবু বক্কর ইসলাম নামে ওই তরুণ। তার বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বুড়াবুড়ি ইউনিয়ন এ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে ওই তরুণ লিখেন, বাংলাদেশ এ যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, অনেক নাটক, সিনেমা, বিভিন্ন ধরনে নৃত্য-নতুন সংগীত ইত্যাদি পরিচালনার মাধ্যমে তৈরি করে থাকেন। অথচ অধিকাংশ সেলিব্রেটি ফিলিস্তিনের পক্ষে একটা পোস্ট করতে পারেনা তাদেরকে বয়কট করা উচিত বলে আমি মনে করি। অথচ নিজের সবকিছুই সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করেন। আপনাদের মন কি চায় না তাদেরকে সাপোর্ট করে কিছু লিখতে। কিসের জন্য নিজেকে এতো সেলিব্রিটি ভাবেন নাকি সেলিব্রিটিরা মরে না। মনে রাখবেন দুনিয়ার জীবনটা সামান্য পরিমাণের কিন্তু আখিরাত এর জীবনটাই হলো আসল জীবন।
তবে সেই তরুণ জানায় সারা বিশ্বের মানুষ কে এক হয়ে ফিলিস্তিনের পক্ষ নিয়ে আমাদের মুসলিম কান্ট্রি কে বাঁচাতে হবে সব মুসলিমদের এক হয়েফিলিস্তিনের জন্য লড়তে হবে
অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী সামান্য ২-১ টা পোস্ট করে ওরাও চুপ। বাকিরা সব ইহুদি-খ্রিষ্টান এর কালচার নিয়ে ব্যস্ত। নাটক, সিনেমা,গান ইত্যাদি ব্যাস্ত হয়ে পড়ছে বাংলাদেশ ফ্লিম ইন্ডাট্রি।বাংলাদেশের সব মানুষ যেখানে ফিলিস্তিনের পক্ষে সেখানে, অভিনেত্রী-অভিনেতারা হাজার হাজার ফেসবুক ফলোয়ার হওয়ার পরও কেনো চুপচাপ হয়ে একটা পোস্ট করতে পারে না। আসুন আমরা তাদেরকে বয়কট করি। আমরা মুসলিম উম্মাহ হইতো সেই হাশরের দিনে আল্লাহর কাছে আটকে যেতে পারি কি জবাব দিবো আমরা আল্লাহর কাছে। ফিলিস্তিন উপর নির্মম অত্যাচার বোমা হামলার দুর থেকে দোয়া করা আর অনলাইনে প্রতিবাদ করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। সেখানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী অভিনেতারা হাজার হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও চুপচাপ।
মন্তব্য করুন