বাঁশখালীর চাম্বলের পাহাড়ি ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে মোঃ আরিফ এবং আতিকুর রহমান ও ফজল কাদেরসহ ৩জনকে কারা ও অর্থদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার চাম্বলের ৫ ও ৬ নং ওয়ার্ড এলাকায় পাহাড়ি ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জসিম উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে বালু উত্তোলন অপরাধে দুইজনকে আটক পূর্বক বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৫ দিনের কারাদণ্ড এবং ফজল কাদের নামে ১জনকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। এছাড়াও ঘটনাস্থলে পাওয়া উত্তোলিত বালি এবং একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে বলে প্রশাসন সুত্রে জানা গেছে।
এই সংক্রান্তে সত্যতা নিশ্চিত করে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জসিম উদ্দিন জানান, পাহাড়ি ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ সদস্যদের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২জনকে আটক করা হয়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপানা আইন ২০১০ অনুযায়ী আটক মোঃ আরিফ (২২) ও মোঃ আতিকুর রহমানসহ ২জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং কবির আহমদের পুত্র ফজল কাদের (৪৫)কে আড়াই লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে উত্তোলিত বালি এবং একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এর আগের গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বৈলছড়ী ইউপির বটতলা এলাকার পাহাড়ি টিলা থেকে মাটি কাটা ও বহনকরার অপরাধে একটি ডেম্পার ট্রাক জব্দ ও দুইজনকে আটক করেন তিনি। আটককৃত ওবায়দুর রহমান ও আব্দুল মালেকসহ এদুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভুমি) জসিম উদ্দিন। পৃথক অভিযানে খানখানাবাদের রায়ছটা ইশ্বর বাবুর হাট বরফকল সংলগ্ন এলাকায় ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বহনের অপরাধে ট্রাক জব্দ করে পুলিশের জিম্মায় দেয়া হয়েছে।
উল্লেখ্য, বাঁশখালীতে যোগদানের মাত্র কয়েক দিনের ব্যবধানে একেরপর এক চমক দেখাচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জসিম উদ্দিন।
মন্তব্য করুন