ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩১
#

দেশজুড়ে

বঙ্গবন্ধু টানেলের ভেতরে ৪ ঘণ্টায় একই স্থানে ৩ দুর্ঘটনা

অনলাইন ডেক্স
প্রকাশিত : শনিবার, ২০২৪ অক্টোবর ০৫, ০৫:৫৪ অপরাহ্ন
#

চট্টগ্রাম: চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে চার ঘণ্টায় একই স্থানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে পরপর এই তিনটি ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটার সময় বরফবাহী একটি ট্রাক চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে যাচ্ছিল। এ সময় চাকা ফেটে ট্রাক উল্টে গিয়ে বরফগুলো পড়ে যায়। পরে টানেলের নিরাপত্তাকর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেন। তবে সেখানে বরফগলা পানি থেকে যায়।

রাত আটটার দিকে একই স্থানে বরফগলা পানিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার টানেলের দেয়ালে ধাক্কা খায়। রাত ১০টার দিকে একই স্থানে আরও একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে ধাক্কা লেগে টানেলের ডেকোরেশন বোর্ডের ক্ষতি হয়। নিরাপত্তাকর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার দুটি জব্দ করেন।

এ বিষয়ে টানেলের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন বলেন, গতকাল রাতে তিনটি দুর্ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video