ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ১৬, ২ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

ফুলবাড়িয়ায় তাওহিদি জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এস এ হাসিব, ময়মনসিংহ প্রতিনিধি।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ০৮, ০২:১৬ অপরাহ্ন
#

আজ সোমবার, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রঘুনাথপুরে তাওহিদি জনতা ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

জোহরের নামাজ শেষে রঘুনাথপুর জামে মসজিদের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এতে শত শত ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এসময় হাতে লেখা প্ল্যাকার্ড ও ব্যানারে ইসরায়েলবিরোধী নানা স্লোগান তুলেও ধরা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video