চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারে অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে স্পেশাল ট্রাস্কফোর্স।
সোমবার (২১ অক্টোবর ) দুপুরে এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
সূত্রে জানা যায়,দোকানে পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং অধিক দামে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৬ টি মামলায় ৬ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে সহযোগিতা করেন সহককারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু হেনা,ভেটেরিনারি সার্জন জাহাঙ্গীর মাহমুদ,ছাত্র প্রতিনিধি রাকিব ও ফটিকছড়ি থানা পুলিশ।
মন্তব্য করুন