ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৮ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

পেকুয়ায় ডাম্প ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১৯, ০৩:৪২ অপরাহ্ন
#

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হাজিবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন; চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা এলাকার ফিরোজ আহমদ (৪৯), তার স্ত্রী শাহিন আকতার (২৯), তাদের ছয় মাসের সন্তান জাহেদুল ইসলাম, সিএনজি চালক মনিরুল মান্নান (২২), পেকুয়ার ধনিয়াকাটা এলাকার বাসিন্দা, উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার এলাকার আব্দুর রহমান (৩২), বজল আহমদের ছেলে।

পুলিশ জানায়, চট্টগ্রামের দিকে যাওয়ার সময় হাজিবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ, তার স্ত্রী শাহিন, চালক মনিরুলসহ চারজন মারা যান। শিশুটিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানা পুলিশের ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, "টইটং এলাকার হাজিবাজারে সিএনজি ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।"

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video