ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৮ ফাল্গুন ১৪৩১
#

দেশজুড়ে

পূর্বধলায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, উদ্ধারকর্মীদের সফল প্রচেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৯, ০২:২১ অপরাহ্ন
#

নেত্রকোণার পূর্বধলা এলাকায় যাত্রীবাহী একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে শ্যামগঞ্জ-জারিয়া রেলপথের বালুঘাটা সেতুর কাছে বলাকা ডাউন ট্রেনটি অগ্নিকাণ্ডের শিকার হয়।

পূর্বধলা স্টেশন সূত্রে জানা গেছে, বলাকা ট্রেনটি ভোর সাড়ে পাঁচটার দিকে কমলাপুর স্টেশন থেকে পূর্বধলার জারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি পূর্বধলা স্টেশনে পৌঁছালে, তিন মিনিট পর পরবর্তী স্টেশন জারিয়ার উদ্দেশ্যে চলে যায়। বালুঘাটা সেতুর কাছে ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়, এবং স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পূর্বধলা স্টেশন মাস্টার আবুল মোমেন জানান, ইঞ্জিনের একটি যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে জারিয়া-শ্যামগঞ্জ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video