জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নন্দীগ্রামের এক দিনমজুরের যুবতী মেয়েকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে থানায় ০৬-০৪-২৫ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই যুবকের বিরুদ্ধে।
থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. মহির উদ্দিনের স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে উপজেলার শাহাজাদপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে অভিযুক্ত মো. আজিজুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আজিজুলের উৎপাতে ২ বছর আগে মেয়েটির পড়াশোনা বন্ধ করে দেয়া হয় এবং তাকে অন্যত্র বিয়েও দেয়া হয়।
একপর্যায়ে প্রেমিক আজিজুল মেয়েটির স্বামীকে মানসিক চাপে ফেলে তাকে তালাক দিতে বাধ্য করে। এরপর মেয়েটি বাবার বাড়িতে অবস্থান করতে থাকলে আজিজুল পুনরায় তার সঙ্গে যোগাযোগ শুরু করে এবং প্রায়ই দেখা করত। একসময় বিয়ের প্রলোভনে জয়পুরহাটের আবাসিক হোটেল, বন্ধুর বাসা ও বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে গিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে।
মেয়েটি বিয়ের দাবি করলে আজিজুল নানা তালবাহানা শুরু করে, ভয়-ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়। কোনো উপায় না পেয়ে গত ৫ এপ্রিল, শনিবার মেয়েটি প্রেমিক আজিজুলের বাড়ির সামনে অবস্থান নেন।
ভুক্তভোগীর মা-বাবা জানান, “ওই ছেলের কারণে আমাদের মেয়েকে আর কোথাও বিয়ে দিতে পারছি না। তাই প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি।”
এ বিষয়ে জানতে অভিযুক্ত আজিজুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে পাঁচবিবি থানার তদন্ত ওসি মো. ইমায়েদুল জাহেদী সাংবাদিকদের বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য করুন