ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

দেশজুড়ে

নড়াইলের সাবেক মেয়র আনজুমান আরা ও যুবলীগ নেতা খোকন সাহা জেল হাজতে

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ২২, ০৪:১৬ অপরাহ্ন
#

বিএনপির করা নাশকতার মামলায় নড়াইলের সাবেক পৌর মেয়র আনজুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য খোকন সাহাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ বিচারপতি শারমিন নিগার তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গত ৪ আগস্ট নড়াইলে রাসেল সেতুর ওপর আ.লীগের করা নাশকতার ঘটনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলার ২ নম্বর আসামি খোকন সাহা এবং ২৬ নম্বর আসামি মেয়র আনজুমান আরা।

২৭ জানুয়ারি আসামিরা হাইকোর্টে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। ২০ মার্চ নড়াইলের আদালতে হাজির হওয়ার পর আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

এদিকে আসামিদের আদালত থেকে বের হওয়ার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হট্টগোল করলে সেনাবাহিনী আদালত চত্বরে আসে। পরে পুলিশ ও সেনাসদস্যের নিরাপত্তার মধ্যে আসামিদের কারাগারে পাঠানো হয়। গাড়িতে ওঠার সময় মেয়র আনজুমান আরা ও খোকন সাহা জয় বাংলা শ্লোগান দিলে বিক্ষুব্ধ একজন মেয়রের গায়ে ডিম ছুড়ে মারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video