“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”—এই শ্লোগানকে প্রতিপাদ্য করে এবং নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) এ দিবসকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তাপাড়া মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা ক্রীড়া কমিটির সদস্য শাহনুল কবির মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার, প্রেস ক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সম্পাদক মো. দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য কবি তানভীর জাহান চৌধুরীসহ আরও অনেকে।
এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. সারোয়ার জাহান জনি, মাহফুজুর রহমান খান, কে. এম. সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কাশেমের সার্বিক তত্ত্বাবধানে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
মন্তব্য করুন