পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাস চাপায় পিতা-পুত্র নিহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের রুহিতলাবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পিতা মাহাবুব মোল্লা (৩৫) এবং পুত্র ইয়াত মোল্লা (১৫) মারা যান। তারা উভয়েই উপজেলার চালিতাবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। আহত অন্য এক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, সকাল ৭টার দিকে ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রিক্সাকে পিছন থেকে ধাক্কা দেয়, এতে ভ্যানে থাকা তিন জন গুরুতর আহত হন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল, তাই স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কর্মকর্তারা তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানোর সিদ্ধান্ত নেন, তবে পথে ২ জন মারা যান। নাজিরপুর থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
মন্তব্য করুন