ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৮ ফাল্গুন ১৪৩১
#

দেশজুড়ে

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝালকাঠি ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১২, ০৪:৩৬ অপরাহ্ন
#

ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঝালকাঠির রাজাপুরের ইসলামী ছাত্র আন্দোলন। আজ (১২ মার্চ) বুধবার সকাল ১১টায় শহরের বাইপাস মোড়ের তালুকদার বাড়ি জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজাপুর প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হাফসীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সেক্রেটারি হাফেজ ইব্রাহিম আল হাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সহ-সভাপতি এম. আমিনুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক ইসহাক বিন আঃ আউয়াল।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা এত আন্দোলন-সংগ্রাম করেও আমাদের যে অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছি এবং নারীদের নিরাপত্তার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি, তার ফলাফল এখনো দৃশ্যমান নয়। তারা আরও বলেন, ধর্ষণের বিচার দ্রুত নিশ্চিতের লক্ষ্যে স্বল্প সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা এবং ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠা করে ধর্ষকদের মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video