তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এবং আইসিটি ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক মিজানুর রহমানসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম বলেন, "দেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভূমিকা ছিল। আমরা ফ্যাসিবাদের সময়ে মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে আমাদের পরিচয় দিতে পারতাম না। জুলাই বিপ্লবের পর আমরা আমাদের পরিচয় দিতে পারছি। আমরা যাতে সকলে মিলে দেশের উন্নতিতে ভূমিকা রাখতে পারি।"
আব্দুল্লাহ আল আমিন তার বক্তব্যে বলেন, "তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর শিক্ষার্থীরা এই দেশের ক্রান্তিকালে সর্বদা ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও যাতে এই জাতির সকল কার্যক্রমে ভূমিকা রাখতে পারে।"
অধ্যাপক মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, "তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিযুক্ত আছে। আমরা আশা রাখবো মিল্লাতের শিক্ষার্থীরা ইসলামী আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, "তা'মীরুল মিল্লাতের এই পরিবারের সকলে একত্রিত হয়ে তা'মীরুল মিল্লাতের সকল সমস্যা দূর করে মিল্লাতকে যেন আরও বেশি এগিয়ে নিতে পারি।"
এই ইফতার মাহফিলে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মন্তব্য করুন