ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মার্চ ২০, ৫ চৈত্র ১৪৩১
#

দেশজুড়ে

ঝিনাইদহে জামায়াত ও বিএনপির সংঘর্ষে আহত ৬

মোঃ আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ১৫, ০২:৩১ অপরাহ্ন
#

ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

বুধবার (১২ মার্চ) রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাদরাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে শ্যামকুড় বাজার মাদরাসা মোড় এলাকায় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে মহেশপুর উপজেলা বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ চরমে উঠেছে। প্রতিনিয়ত চলছে পাল্টাপাল্টি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, ঘটনাটি শোনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো মামলা বা কেউ আটক হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video