ঝালকাঠি রাজাপুরের গ্রামের উত্তর পিংরি কমিউনিটি ক্লিনিকের ভেতরের মেজে থেকে ৩৫টি বিষধর সাপের ডিম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ক্লিনিকের ফ্লোর সংস্কারের জন্য খোঁড়া হলে বিষধর সাপের ৩৫টি ডিম উদ্ধার করা হয়। মা সাপসহ আরও সাপ আশেপাশে রয়েছে এমন শঙ্কায় ওই এলাকায় সাপের আতঙ্ক বিরাজ করছে। সাপের ডিম দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। সংস্কার কাজের শ্রমিকরা জানান, ফ্লোরের ইট বের করার পর একটি গর্তের মধ্যে ৩০-৩৫টির মতো বিষধর সাপের ডিম দেখতে পেয়ে সেগুলো বের করে সামনে মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়। শ্রমিকটি এখনো সাপের আতঙ্কে রয়েছেন। উত্তর পিংড়ি কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা (সিএসসিপি) মুক্তা রানী দাস জানান, কমিউনিটি ক্লিনিকটির ফ্লোর ভাঙা থাকার কারণে দীর্ঘদিন ধরেই সাপের উপস্থিতি টের পেতেন তারা। মাঝেমধ্যে বিষধর সাপের গন্ধও পেতেন। এ কারণে তারা সাপের আতঙ্কে ছিলেন। ক্লিনিক সংস্কারের জন্য ফ্লোরের ভাঙা ইট শুড়কি সরালে ৩৫টির মতো বিষধর সাপের ডিম দেখতে পান। কয়েকটি ডিম ভাঙার পর তার মধ্যে সাপের বাচ্চা দেখতে পান। বর্তমানে ক্লিনিকের সামনের একটি ফাঁকা জায়গায় ডিমগুলো মাটি চাপা দিয়ে রাখা হয়েছে।
মন্তব্য করুন