ঝালকাঠির রাজাপুরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে দুস্থদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন রাজাপুর জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা। আজ ১৪ মার্চ সন্ধ্যায় রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগড়ইরহাট গ্রামের আশ্রয়ণ প্রকল্পের দুস্থদের সঙ্গে নিয়ে ইফতার করেন তারা। আশ্রয়ণের বাসিন্দা রহিম বলেন, "আমাদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন জাতীয় নাগরিক কমিটি। যা আমাদের জন্য খুব আনন্দের।" এ বিষয়ে রাজাপুর উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রধান প্রতিনিধি তাইমুর হায়দার সজীব বলেন, "জাতীয় নাগরিক কমিটি ও রাজাপুর পাইলট স্কুলের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় এই আয়োজন করেছি, ইচ্ছে আছে উপজেলার প্রতিটি আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র মানুষদের নিয়ে এই আয়োজন করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা।" এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি- আসাদুল হক, বুলবুল, মামুন, আল মামুন, পলাশ, সজল, রাজীব খান, এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক- আমার দেশ পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি বুলবুল মল্লিক, বিডি টুডে এর রাজাপুর উপজেলা প্রতিনিধি হাসিবুর রহমান, ফেইস দ্যা পিপল এর ঝালকাঠি জেলা প্রতিনিধি সাজ্জাত বিশ্বাসসহ শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবিরা।
মন্তব্য করুন