জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর বাজারে ৭ জন নৈশপ্রহরীকে বেঁধে ৪টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৪৫ লাখ টাকার মালামাল ট্রাকযোগে লুট করে নিয়ে যায় ডাকাতরা।
ক্ষতিগ্রস্ত দোকানীরা জানান, শুক্রবার আনুমানিক রাত ৩টায় ২০-২৫ জন মুখোশধারী ডাকাতদল একটি ট্রাকে করে আক্কেলপুরের তিলকপুর ইউনিয়নের মোহনপুর বাজারে আসেন। এরপর ডাকাতরা বাজারে ডিউটিরত ৭ জন নৈশপ্রহরীকে মারপিট করে বেঁধে রেখে প্রথমে তারা ওই বাজারের মেহেদী হাসানের কীটনাশকের দোকানে তালা কেটে ৩০ লাখ টাকার কীটনাশক, সাইফুলের মুদিখানার দোকান থেকে নগদ টাকাসহ ৭ লাখ টাকার মালামাল, সানাউলের কীটনাশক দোকান থেকে আনুমানিক ৫ লাখ টাকার মালামাল ও ফজলুর রহমানের ইলেকট্রনিক্স দোকান থেকে আনুমানিক ৩ লাখ টাকার মালামাল একই কায়দায় তালা কেটে ঘণ্টাব্যাপী ডাকাতি করে ট্রাকযোগে মাল নিয়ে যায় তারা।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন