ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মার্চ ২০, ৫ চৈত্র ১৪৩১
#

দেশজুড়ে

জয়পুরহাটে চিকিৎসকের অপচিকিৎসায় পঙ্গুত্ববরণ করা ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ১৫, ০২:৪৪ অপরাহ্ন
#

জয়পুরহাটে অর্থোপেডিক চিকিৎসক ডা: আতাউল হকের ভুল চিকিৎসায় পঙ্গুত্ববরণ করা ভুক্তভোগী এক রোগী সংবাদ সম্মেলন করেছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রোগী জয়পুরহাট সদর উপজেলার দোগাছি বোর্ডঘর গ্রামের আবু বক্করের ছেলে আবু হায়াত। আবু হায়াত অভিযোগে জানান, দুর্ঘটনায় তার ডান পায়ের হাড় ভেঙে গেলে তিনি ডাক্তার আতাউল হকের শরণাপন্ন হন। গত ২০২৩ সালের ২০ নভেম্বর নগদ টাকা নিয়ে জয়পুরহাট শহরের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদান করেন। সেই থেকে তিনি ডাক্তার আতাউল হকের পরামর্শমত চিকিৎসা গ্রহণ করতে থাকেন। আবু হায়াত আরও জানান, এরই এক পর্যায়ে তার ক্ষতস্থানে পচন ধরে হাড় পর্যন্ত ঘা হয়। এরপর ডাক্তার আতাউল হক নিয়মিত চিকিৎসা দিলেও অবস্থার অবনতি ঘটতে থাকে। অবস্থা বেগতিক দেখে ওই চিকিৎসক তাকে ঢাকায় চিকিৎসা নিতে বলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video