ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ সেপ্টেম্বর ১১, ২৬ ভাদ্র ১৪৩২
#

দেশজুড়ে

জামায়েত ইসলামী ক্ষমতায় গেলে দেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে----আলহাজ্ব শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, রাউজান
প্রকাশিত : শনিবার, ২০২৪ অক্টোবর ১৯, ১২:৫৯ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাউজানের গহিরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান পৌরসভার আয়োজনে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর, সাবেক সংসদ সদস্য  আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, গণতন্ত্রের কথা বলে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে এ দেশের মানুষের উপর অন্যায়, অবিচার হয়েছে। তাদের শাসনামলে দেশে লুটপাট হয়েছে, বিদেশে অর্থপাচার হযেছে। তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতা-কর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে। এ দেশের আপামর জনতা স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছে।
তারা ক্ষমতার মসনদে বসে মানুষের অধিকার হরণ, খুন, সন্ত্রাসের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আওয়ামীলীগ যতবার ক্ষমতায় গিয়েছে ততবার হত্যা, গুম, ফাঁসীর কাষ্টরী, আয়নাঘর সৃষ্টি করে দেশকে জাহান্নামে পরিণত করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শেখ হাসিনার অডিও ক্লিপে প্রসঙ্গ টেনে তিনি বলেন পালিয়ে যাওয়া শেখের বেটি বলেছেন তিনি দেশের কাছাকাছি আছে চট করে দেশে ডুকে পড়ব। তাকে বলি আপনি চট করে দেশে ডুকে পড়বেন, আর দেশের মানুষ অপেক্ষায় আছে আপনাকে ঝাপটে ধরে পদ্মায় নিক্ষেপ করতে। তিনি বলেন,  জামায়েত ইসলামী ক্ষমতায় গেলে দেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।
১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় তার দীর্ঘ বক্তব্যে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রশংসা করে বলেন জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশে সাবেক প্রতিটি প্রধানের বক্তব্য শুনেছি,কিন্তু অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা  ড.মোহাম্মদ ইউনুছ দেশের মানুষের জন্য যে বক্তব্য রেখেছেন তার সেই বক্তব্য অন্যকোনো সরকার,রাস্ট্র প্রধানের বক্তব্যে সেই ধরণের বক্তব্য শুনেনি। তিনি দেশ থেকে যেই পরিমান টাকা পাচার করা হয়েছে সেই টাকায় তিন বারের বাজেট পেশ করা যেত। এই নেতা দৃঢতার সাথে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিলে দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনা হবে।
রাউজান পৌরসভার আমীর বেলাল মোহাম্মদ এর সভাপতিত্বে ও মোহাম্মদ নাজিম উদ্দিন আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলার আমীর অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা আবদুল জব্বার, অধ্যাপক আবদুল হামিদ চৌধুরী, উত্তর জেলা নেতা রফিকুল ইসলাম, রাউজান উপজেলার জামায়েত এর আমীর শাহজাহান মঞ্জু। বক্তব্য রাখেন ব্যাংকার মোহাম্মদ নুরুল ইসলাম,চবি শিবির নেতা মোহাম্মদ ইব্রাহীম,রাশেদুল ইসলাম,রিদোয়ান শাহ,মোহাম্মদ আবুল কাসেম, মিজানুর রহমান চৌধুরী,মিনহাজ উদ্দিন, কুতুব উদ্দিন জিলানী, হাফেজ আবদুল কাদের,মোরশেদুল আলম খান,আবু বক্কর খান প্রমুখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যায় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রাম পাঞ্জেরি শিল্পীগোষ্ঠী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video