ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ২৩, ৯ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

জাতীয় সমবায় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
প্রকাশিত : শনিবার, ২০২৪ নভেম্বর ০২, ০৫:১৮ অপরাহ্ন
#

৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায়  অধিদপ্তরের উদ্যোগে শনিবার(২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায়  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

” সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ  ” প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।

উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম এর সভাপতিত্বে  এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন।

 

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সহ সভাপতি লোকমান আহমেদ।

আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন কাপ্তাই ট্রাক শ্রমিক সমবায় সমিতির সভাপতি মো: নুরুল ইসলাম।

 

 এর আগে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে  একটি র‍্যালি বের করা হয় এবং র‍্যালি শেষে  অতিথিবৃন্দ জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন।

 

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video