কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিমের বিরুদ্ধে একটি মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রহিম একজন ব্যবসায়ীকে চাঁদা না দেয়ায় তাকে আটক করে মারধর করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর রহিম গোমকোট বাজারে ফার্নিচার ব্যবসায়ী জসীমকে বেধড়ক মারধর করেন এবং তার দোকানে ভাঙচুর চালান। এর পর, জসীমের অভিযোগের ভিত্তিতে নাঙ্গলকোট থানা পুলিশ অভিযান চালিয়ে রহিমকে আটক করে।
এই ভিডিওতে রহিমকে একজনের সঙ্গে মোবাইলে চাঁদা আদায়ের কথা বলতে শোনা যায়। তিনি বলেন, “আপনি ২০ হাজার টাকা দিবেন,” এবং চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে অপর ব্যক্তি তার বিরুদ্ধে কথা বললে রহিম তীব্র ভাষায় তাকে গালিগালাজ করেন।
পরে রহিম ওই ব্যক্তির প্রতিনিধি এক যুবককে ধাক্কা দিয়ে একটি দোকানে নিয়ে যান এবং তাকে আটকে রেখে মারধর করেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হলে দ্রুত ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায়, রহিমের বিরুদ্ধে আরও অভিযোগ উঠে যে, তিনি বিভিন্ন ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছ থেকে চাঁদা আদায় করতেন, বিশেষ করে ২৯ জানুয়ারি মৌকরা ইউনিয়নে একটি সমাবেশের নাম ভাঙিয়ে।
এ বিষয়ে, নাঙ্গলকোট থানার ওসি একেএম ফজলুল হক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে রহিমকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে, তবে মারধরের শিকার ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
মন্তব্য করুন