চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চন্দনাইশ পৌরসভার ৩নং ওয়ার্ডের বিএনপি,যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় পূর্ব জোয়ারা চৌধুরী মার্কেটের সামনে চন্দনাইশ পৌরসভা যুবদলের আহবায়ক মো.আজম খানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. ইখতিয়ার হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোরশেদুল আলম, সিরাজুল ইসলাম, আবু সালেহ, মুজিবুর রহমান, নাজিম উদ্দিন, সেলিম উদ্দিন, রবিউল হোসেন ছোটন, আবুল কালাম, মহিবুল আলম সোহেল, হাজী আবু ছিদ্দিক, আবদুল মান্নান, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, মো. ফোরকান। স্বেচ্ছাসেবকদল নেতা জিল্লুর রহমান খোকন ও রাশেদুল করিমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজ, আবদুল মান্নান, আবদুর সত্তার,বেলাল উদ্দিন হিরু, মানিক মিয়া, রাজীব চৌধুরী, আরফান চৌধুরী, ছাত্রদল নেতা জাবেদ চৌধুরী রহিম, মুনতাছির মাহমুদ সাইমন,সেলিম উদ্দীন, কামরুল, আবদুল কাদের, মো. সোহেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন,গত ৫ আগষ্টে দেশ স্বাধীন হওয়ার পূর্ব মুহুর্তে পর্যন্ত স্বৈরাচার সরকার ১৫টি বছর মিথ্যা মামলা হামলা যে নির্যাতন করেছে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল,কৃষকের দল, শ্রমিকের দল, মেহনতি মানুষের দল, তারা যেগুলো করেছে আমরা সেইগুলো করবো না আমরা মানুষের ভালোবাসা নিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন এক বাংলাদেশ গড়ে তুলবো।
তারা আরো বলেন,দেশ স্বাধীন হওয়ার পর থেকে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছে। সে শান্তিকে পুনরায় বিনষ্ট করার জন্য দেশে আবারো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। এই ষড়যন্ত্রকে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। বিগত দিনে তারা আমাদের নেতাকর্মীদের মামলা হামলা করে, ঘর-বাড়ি দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করেছে।
আমরা কখনো তার প্রতিবাদ করিনি। বক্তারা আরো বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং চট্টগ্রাম তথা চন্দনাইশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেনের হাত কে আরো শক্তিশালি করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মন্তব্য করুন