মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) রাত ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে শতাধিক যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুস সালাম জানিয়েছেন, রাত আড়াইটার পর পদ্মার মাঝ নদীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। একপর্যায়ে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ, ফলে ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নদীতে কুয়াশার তীব্রতা কমলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে তিনি জানান।
মন্তব্য করুন