ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

গোপালগঞ্জে ছাত্রলীগের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ২৫, ০৬:০৬ অপরাহ্ন
#

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলায় এক সমন্বয়ক আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতাকে আটক করার সময় এই হামলা ঘটে। ঐ ছাত্রলীগ নেতা পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলাকালে হামলার ঘটনা ঘটে। আহত সমন্বয়কের নাম ওমর শরীফ, তিনি বশেমুরবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।

এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়, এবং দুই পক্ষের মধ্যে একাধিক ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বশেমুরবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক জসিমউদ্দিন বলেন, গত জুলাই মাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করা ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম সোহাগ শনিবার পরীক্ষা শেষ করে বের হচ্ছিলেন। তখন আন্দোলনকারী শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়ার সময় ছাত্রলীগ নেতারা তাদের ওপর হামলা চালায়, এতে ওমর শরীফ আহত হন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে, তবে পুলিশ ক্যাম্পাসের ভেতরে যায়নি এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video