ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৮ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ২৪, ১২:৪৪ অপরাহ্ন
#

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া এক নবজাতককে উদ্ধার করেছে র‍্যাব। সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর উত্তরখান এলাকা থেকে চার দিনের এই শিশুকে উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, ২০ ডিসেম্বর সদ্য ভূমিষ্ঠ এই নবজাতক কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হয়ে যায়। এই ঘটনা জানাজানি হলে হাসপাতালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর থেকেই তদন্ত শুরু করে র‍্যাবের একটি বিশেষ দল।

তদন্তে নেমে র‍্যাবের গোয়েন্দারা একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পান। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় এবং তা বিশ্লেষণ করে চক্রের অবস্থান নিশ্চিত করা হয়।

পরবর্তীতে, রাজধানীর উত্তরখানে অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করা হয়। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চার দিনের নবজাতক উদ্ধারে র‍্যাবের এই অভিযান প্রশংসিত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video