ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ এপ্রিল ১০, ২৭ চৈত্র ১৪৩১
#

দেশজুড়ে

একই স্থানে বারবার দুর্ঘটনা, জীবন বাঁচাতে বাড়ির সামনে গর্ত!

মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত : সোমবার, ২০২৫ এপ্রিল ০৭, ১২:৪৫ অপরাহ্ন
#

পাকা সড়কের একই স্থানে একাধিকবার যানবাহন দুর্ঘটনায় বাসাবাড়ি ও দোকানের ভেতরে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বাড়ির মালিক নিজ উদ্যোগে পাকা রাস্তা ও বাড়ির মাঝামাঝি গর্ত খনন করেছেন। এছাড়াও বাড়ির সামনে বালির ঢিপি দেওয়া হয়েছে। যানবাহনের চালকদের সতর্ক করতে বাঁশের খুঁটিতে লাল কাপড় টাঙিয়ে রাস্তার পাশে ঝুলিয়ে দেওয়া হয়েছে। চালকদের দৃষ্টি আকর্ষণে, বাসাবাড়ি ও দোকান রক্ষায় এবং জীবন বাঁচাতে বাড়ির ওপর সারারাত ১০০ ওয়াটের বাল্ব জ্বালিয়ে রাখা হয়।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-হিলি পাকা রাস্তার বাগজানা বাজারের অদূরে (দক্ষিণ পাশে) এক বাঁকে দেখা যায় এমন দৃশ্য। উপজেলার বাগজানা গ্রামের শ্রী নিরঞ্জন চন্দ্র মহন্তের ভ্যানচালক ছেলে শ্রী শুভন চন্দ্র মহন্ত দুর্ঘটনা প্রতিরোধে এসব উদ্যোগ নিয়েছেন।

শুভনের স্ত্রী শ্রীমতি শিউলি মহন্ত বলেন, “রাস্তার বাস-ট্রাক আমাদের বাড়ি ও দোকানের ভেতরে ঢুকে অনেক ক্ষতি করেছে। প্রথমবার ছেলে এবং পরেরবার অল্পের জন্য আমার স্বামী দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। সেই থেকে দিনরাত দোকান ও বাড়িতে বসবাস করতে খুব ভয় লাগে—আবার কখন যে দুর্ঘটনা ঘটে!”

তিনি আরও বলেন, “২০২৩ সালের ১৩ই জুন প্রথমে হানিফ বাস এবং চলতি বছরের ৭ই মার্চ মালবোঝাই একটি ট্রাক বাড়ি ও দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে শয়নকক্ষের আসবাবপত্র, সংসারের আয়ের একমাত্র উৎস ভ্যানগাড়ি এবং ছোট্ট দোকানের ফ্রিজসহ সমস্ত মালপত্র নষ্ট হয়ে যায়। এতে প্রায় সাড়ে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”

ভ্যানচালক শুভন জানান, “পুলিশ ও হানিফ বাসের শ্রমিকরা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে থানায় ডেকে নিলেও এখনও কোনো টাকা দেয়নি। তবে ট্রাক মালিক এক লাখ পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছেন।”

তারা যথাযথ কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন, রাস্তার বাঁকের উভয় পাশে সাইনবোর্ড ও আইল্যান্ড বসানো হোক।

বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হক বলেন, “সড়কের ওই বাঁকে প্রায়ই দুর্ঘটনা ঘটে। যদি গতিরোধ ও সতর্কীকরণ সাইনবোর্ড লাগানো যায়, তাহলে দুর্ঘটনা কিছুটা কমবে।”

জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, “সড়কে দুর্ঘটনা রোধে জেলার প্রতিটি রাস্তার যেসব বাঁকে সতর্কীকরণ সাইনবোর্ড নেই, সেখানে অতি দ্রুত সাইনবোর্ড স্থাপনসহ সবধরনের আধুনিক পদ্ধতি ব্যবহার করা হবে।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video