ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৮ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

ইজতেমা মাঠ দখল নিয়ে উত্তেজনা: জোবায়েরপন্থীদের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১৯, ০২:৪৮ অপরাহ্ন
#

তাবলিগ জামাতের মাওলানা জোবায়ের পক্ষের মিডিয়া সমন্বয়ক হাবিবউল্লাহ রায়হান আজ (১৯ ডিসেম্বর) হুঁশিয়ারি দিয়েছেন যে টঙ্গীর ইজতেমা মাঠ দখলের চেষ্টা করলে মাওলানা সাদের অনুসারীদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাদপন্থীদের হামলায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে তাদের তিনজন সাথী নিহত হন। এ ঘটনায় মামলা করার কথাও জানান তিনি।

তিনি বলেন, মাওলানা জোবায়েরপন্থীরা নির্ধারিত সময়েই (৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার আয়োজন করবে। তবে মাওলানা সাদ তার মতবাদ থেকে সরে এসে ক্ষমা চাইলে বিভক্তির অবসান হতে পারে।

সংঘর্ষের পর টঙ্গীর ইজতেমা ময়দান বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। মাওলানা সাদের অনুসারীরা ময়দান ছেড়ে চলে গেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা মাঠ খালি করার নির্দেশ দেয় সরকার।

আগামী ৩১ জানুয়ারি মাওলানা জোবায়েরের অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদের অনুসারীদের পর্ব অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video