ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ২৩, ১০ বৈশাখ ১৪৩২
#

দেশজুড়ে

ইঁদুর মারার বিষ খেয়ে মোঃ রুবেল মিয়া নামে এক যুবক মৃত্যু।

শাহ মোঃ মনির হোসেন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
প্রকাশিত : বুধবার, ২০২৫ এপ্রিল ২৩, ০১:২৭ অপরাহ্ন
#

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ইঁদুর মারার বিষ খেয়ে মো. রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি মৃত আব্দুল খালেকের ছেলে।

রুবেল মিয়ার পরিবারে রয়েছে এক স্ত্রী ও তিন সন্তান। সন্তানেরা হলেন: হামিম (১৩), মোছাঃ জাকিয়া (১০) এবং মোছাঃ ফাইজা (৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মিয়া মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার সকালে আনুমানিক আটটার দিকে তিনি ইঁদুর মারার বিষ পান করেন। এরপর কিছুক্ষণ পর অসুস্থ হয়ে ছটফট করতে থাকলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রুবেল মিয়া মৃত্যুবরণ করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video