উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে।
উপজেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা কমপ্লেক্সে প্রদক্ষিণ শেষে উপজেলা গেটের সামনে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
র্যালি ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা এসিল্যান্ড ও পৌর প্রশাসক অংছিং মারমা, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর এবং ব্যবসায়ী সমিতির সভাপতি জিএস বশার।
সভাপতি রিগ্যান চাকমা তার বক্তব্যে জানান, এই তারুণ্যের উৎসব সারা দেশে একযোগে পালিত হচ্ছে এবং এটি ৫১ দিনব্যাপী চলবে। এ উৎসবে কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, হাড়ি ভাঙা, ক্রিকেটসহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন স্কুল-কলেজ এবং ইউনিয়ন পর্যায়ের মানুষ অংশ নিতে পারবেন।
উপজেলা এসিল্যান্ড অংছিং মারমা তার বক্তব্যে পৌরসভাকে আধুনিক করতে বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানান।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, তারুণ্যের উৎসব নতুন দিনের প্রেরণা যোগাবে। আমরা সবাই মিলে এই উৎসব সফল করব।
সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর বলেন, “ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, এখন আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার অর্জন করেছি।”
জিএস বশার বলেন, এই উৎসব তারুণ্যের নতুন আশার আলো ছড়িয়ে দিতে সাহায্য করবে। আমরা সবাই একসাথে এই উৎসব উদযাপন করব।
উৎসবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলাইমান বাদশা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, বিএনপি নেতা হাসানুজ্জামান মামুন, যুবদল সদস্য সচিব আজিজুর রহমান আজিজ, পৌর বিএনপি নেতা শামীম, মাঈন উদ্দিন, মাহবুব আলম শিমুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সন্দ্বীপ শাখার যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান ও অনলাইন সাংবাদিক ফছিউল আলম।
মন্তব্য করুন