‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ স্লোগানে ফটিকছড়িতে চার দিনব্যাপী স্কাউটস্ সমাবেশ উদ্বোধন
বাংলাদেশ স্কাউটস্ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চার দিনব্যাপী স্কাউটস্ সমাবেশ উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ স্কাউটস্ ফটিকছড়ি উপজেলা শাখার কমিশনার ও হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান মোঃ কামরুল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী এবং ফটিকছড়ি উপজেলা শিক্ষা অফিসার মোঃ সেলিম রেজা।
সভাপতির বক্তব্যে মোঃ কামরুল হায়দার বলেন, ১৯০৭ সালের ১ আগস্ট ইংল্যান্ডের ব্রাউনসি দ্বীপে ২০ জন বালককে নিয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলক ক্যাম্পের মাধ্যমে বিশ্বব্যাপী স্কাউটস আন্দোলনের যাত্রা শুরু হয়। শিশু, কিশোর-কিশোরী, যুবক, তরুণ-তরুণীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় স্কাউটিংয়ের অবদান সারা বিশ্বে স্বীকৃত।
এবারের সমাবেশে ৪৩টি স্কুল স্কাউট দল অংশগ্রহণ করছে। এতে মোট ৩৫০ জন স্কাউট সদস্য, ৪৩ জন টিম লিডার ও উপজেলা স্কাউটসের কর্মকর্তারা রয়েছেন। চার দিনব্যাপী ক্যাম্পে সবার সার্বক্ষণিক থাকা-খাওয়া ও স্যানিটেশনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন