ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৭ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

‘অপারেশন ডেভিল হান্ট’: বাঁশখালীতে চেয়ারম্যানসহ তিনজন গ্রেফতার

মোহাম্মদ ইমরান, বাঁশখালী উপজেলা প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১২, ০৬:০৩ অপরাহ্ন
#

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সিকে বাঁশখালী উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া একই দিনে পুঁইছড়ী যুবলীগ নেতা ফরহাদুল আলম চৌধুরীকে স্থানীয় প্রেম বাজার থেকে এবং নাশকতা মামলার আসামি কালীপুর ইউনিয়নের মৃত হোসেনুজ্জামানের পুত্র মো. হেলাল (৩২) কে গ্রেফতার করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুসসহ তিনজনকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video