ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

৪৭ বছর পর সম্মেলন, সমিতিরহাট ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ৩০, ০১:২২ অপরাহ্ন
#

দীর্ঘ ৪৭ বছর পর আনুষ্ঠানিকভাবে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সমিতিরহাট ইউনিয়ন বিএনপির। ইউনিয়ন শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবের পরিবেশ সৃষ্টি হয়, যেখানে পোস্টার ও ফেস্টুনে পূর্ণ হয়ে ওঠে সম্মেলনস্থল। ২৯ জানুয়ারি বুধবার বিকালে সমিতিরহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন আবুল হাসেম মেম্বার, এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া ইলিয়াছ, শওকত উল্লাহ্ চৌধুরী, এস এম আজিজ উল্লাহ, রায়হানুল আনোয়ার রাহী, সামসুল আলম, বোরহান উদ্দিন, নুরুদ্দিন খান সহ আরো অনেকে।

দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মো. সরোয়ার হোসেনকে সভাপতি এবং মো. কামাল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়, ঘোষণা করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video