চট্টগ্রাম কর্ণফুলী চরপাথরঘাটা ইউনিয়ন এলাকায় কর্ণফুলী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাবুল (৫৫) কে যৌথ বাহিনী গ্রেফতার করে।
৫ জুলাই (শনিবার) বিকাল ২:৪৫ ঘটিকায় কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরস্থ এছহাক সওদাগরের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে খোয়াজনগর, ৪নং ওয়ার্ড, বেলার বাপের বাড়ি, আব্দুল হাকিমের পুত্র মোঃ বাবুল (৫৫) কে ৩শ পিস ইয়াবাসহ যৌথ বাহিনী গ্রেফতার করেন।
গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরীফ। তিনি আরও জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং-৫, ধারা—২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মন্তব্য করুন