ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ১৬, ২ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

১৮ বছর পর খোলা ময়দানে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ সন্দ্বীপে

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ এপ্রিল ১২, ০৬:০৪ অপরাহ্ন
#

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১৮ বছর পর খোলা ময়দানে আয়োজিত এই সম্মেলনে অসংখ্য কর্মীর জমায়েত দেখা গেছে। ১২ এপ্রিল শনিবার সকাল ১০টায় সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা পরিষদের মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকেই সন্দ্বীপের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মীরা সমাবেশে যোগ দেন।

সন্দ্বীপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মদ শাহাজাহান। তিনি বলেন, শহীদ মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলীকে হত্যা করে আওয়ামী লীগ মনে করেছিল জামায়াতে ইসলামী শেষ হয়ে গেছে। ১৫ বছর তারা খুন-গুম করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিল, কিন্তু ২৪-এর ছাত্র জনতা তাদেরকে দেশ থেকে চিরবিদায় জানিয়েছে। আর কোনো দিন তারা মাঠে আসতে পারবে না। ১৬ বছরের জঞ্জাল ৭/৮ মাসে সরানো সম্ভব নয়, তাই প্রয়োজনীয় সংস্কার শেষ না করে কোনো নির্বাচন নয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, গত ১৬ বছর অবৈধ স্বৈরাচারি সরকার বাংলাদেশ থেকে ২৯২ কোটি ডলার পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। এরা আলেম-ওলামাকে জেল-বন্ধি করে ইসলামের গণশত্রুতে পরিণত হয়েছে। জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করেছে কিন্তু তারা পালায়নি, অথচ এরা দেশ থেকে পালিয়ে গেছে।

সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবু তাহের-এর সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ ফজলুল করিম, তরবিয়ত সেক্রেটারি আব্দুল কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বকর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোঃ ইব্রাহিম রনি, জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বার, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি শওকত আলী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলার নায়েবে আমীর এ এম এম রফিকুল মাওলা, সহকারী সেক্রেটারি এ এস এম হালিম উল্লাহ-সহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকসুদুর রহমান, উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খান, মাইটভাঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, সাবেক সভাপতি ফরিদ উদ্দিন নিজামী, সাবেক ছাত্রনেতা মাহবুবুল মাওলা রিপন এবং ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ উপজেলা সভাপতি মোহাম্মদ জিয়াউল হাসান প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video